কালের সংবাদ ডেস্কঃ গত পাঁচ বছরে কাজ করতে গিয়ে যেভাবে নগরকে সাজিয়ে তোলা হচ্ছে, সেই কাজ শেষ করতে আর একবার অন্তত মেয়র পদে আমার থাকা দরকার। তাহলে পরিকল্পনা অনুযায়ী কাজগুলো শেষ করতে পারব।
গত ২০০৮ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর যেসব উন্নয়ন কাজ শুরু করেছিলাম, ২০১৩ সালের পর সেগুলোর কী অবস্থা হয়েছিল, জনগণ দেখেছে। তাই আগামী নির্বাচনে জনগণই রায় দেবে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের এই নেতা বলেন, সিটি করপোরেশন ভোটে বিএনপি আসবে না বললেও ভিতরে ভিতরে তাদের প্রস্তুতি আছে। বিএনপি-জামায়াত মাঠ ফাঁকা ছেড়ে দেবে না।
দলীয় প্রার্থী যেই হোক, নেতা-কর্মীরা উজ্জীবিত।
আবারও জয় হবে নৌকার। এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘এবারও আমি সিটি করপোরেশনে নির্বাচন করছি।
দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া হয়েছে। রাজশাহী ফিরে নির্বাচনের প্রস্তুতি ও প্রচার-প্রচারণা শুরু করব।