রাজারহাটে বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর ২৮ তম স্মরণ সভা অনুষ্ঠিত

এ.এস.লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের রাজারহাটে বিশিষ্ট শিক্ষানুরাগী গণপরিষদ সদস্য রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও রাজারহাট উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর ২৮ তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ নভেম্বর দুপুরে রাজারহাট মহিলা ডিগ্রী কলেজ আয়োজিত প্রতিষ্ঠান চত্বরে অধ্যক্ষ আসিফ সোহরাওয়ার্দী রাজনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, প্রয়াত আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর কনিষ্ঠ পুত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক এরশাদুননবী নবীন, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় প্রমুখ। স্মরণ সভায় আর ও উপস্হিত ছিলেন- প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মোঃ সামিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম সহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.