রুমায় জাতীয় শিশু দিবস উদযাপিত

নিজস্ব সংবাদদাতা, বান্দরবানঃ “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির রঙিন” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বান্দরবানের রুমায় শিশু ও যুবাদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রি বিতরণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রুমা সদরে শুক্রবার(১৭ মার্চ) বেলা ১১টায় ইসিসির মাল্টিমিডিয়া সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প রুমা বিডি এর আওতায় এ পুরস্কারের বিতরণি ও আলোচনা সভা আয়োজন করেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী। প্রকল্প পরিচালনা কমিটি নির্বাহী সদস্য অনিল বড়ুয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা ও প্রকল্প ব্যবস্থাপক জেমসন আমলাই।

প্রকল্পেভূক্ত যুব ক্লাবের সভাপতি নিপন দত্তের সঞ্চালনায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থিদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমণ্ত্রিত অতিথি ছাড়াও শিক্ষার্থিদের অভিভাবক ও প্রকল্পভুক্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে কলেজ ও হাইস্কুলে পড়ুয়া শিক্ষাথিদের মাঝে যথাক্রমে ১৫০০ টাকা ও ৮০০টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়।

এদিকে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) ও রেমাক্রিপ্রাংসা ইউনিয়ন চেয়ারম্যান জিরাসহ উপজেলার সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় শিশু দিবস উপলক্ষে শুভাযাত্রা ও শিশুর কিশোরীদর রচনা, গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published.