নিজস্ব সংবাদদাতা, বান্দরবানঃ বান্দরবানের রুমায় বগালেকের ঝুঁকি পূর্ণ ঢালু রাস্তায় যাত্রীবাহী দুটি টিএস গাড়ী (মিনি ট্রাক) নিয়ন্ত্রন হারিয়ে আরেকটি ট্রাকে ধাক্কা দিলে খাদের নীচে পড়ে গেলে ঘটনাস্থলে পাঁচ নারীসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের নাম নুনথারময় বম(৩৫), স্বামী- লালমুনরুয়াত বম, লিমময় বম(২৩) পিতা- সানসোয়াল।
. লালভারকিম (৪০), স্বামী জৌমুনরেম বম, তার মেয়ে.
জিংঠাতসিয়াম(১৫)। ৫. জিংহোম বম(৪৫) স্বামী- মুনথাং বম।নিহত শ্রমিক হ্লাগ্য খিয়াং ব্যতীত সবার বাড়ি রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের থাইক্ষ্যাং পাড়া বাসিন্দা। আহতদের মধ্যে – নুময়(৪২), পারকুং (৪৩), পারএংময়(৩০), লালপিয়ান কিম(৪৬), লালনুননেম(৪৮),জিংরামসিয়াম(২৯), টিয়ানহাই বম(৪৫), লালখঙাইহ(৪৫) ও লেরন্স বমের স্ত্রী লাভলি(২৫) ও তার শিশু সন্তান চুমবিকময় (৩)সহ ১৪ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী বলেন গুরুত্বর আহত ৪ জনকে উন্নত চিকিৎসা করার জন্য জেলা সদর বান্দরবানে পাঠানো হয় এবং তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রুমার রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের সুনসং পাড়া ও থাইক্ষ্যং পাড়া থেকে ট্রাক গাড়িতে করে রুমা বাজারে আসছিল। বগালেক পাহাড়ে ঝুঁকিপূর্ণ ঢালুতে নামার সময় রুমার দিক থেকে মালবোঝাই পেছনে গাড়ির নিয়ন্ত্রণ হাড়িয়ে সামনে থাকা গাড়িকে সজোড়ে ধাক্কা দিলে দুটি গাড়ি পাহাড়ের গভীর খাদে পড়ে ঘটনাস্থলে পাঁচজন নারী ও একজন শ্রমিকসহ ঘটনাস্থলে ছয়জন নিহত এবং ১৬জন আহত হন বলে জানা গেছে।
রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা ইউনিয়নের চেয়ারম্যান জিরা বম বলেন নিহতরা সবাই রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং তারা ভিজিডি কর্মসূচি আওতায় সঞ্চয় টাকা উত্তোলন করতে আসছিল।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন সাংবাদিকদের বলেছেন জানান, বগালেককের কাছাকাছি এলাকার ঢালু রাস্তায় দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং ঘটনাস্থল উদ্ধার করে নাম ঠিকানা সংগ্রহের কাজ চলছেন।