রোগী বহণকালে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাস সংঘর্ষ, ৩ জন নিহত ২ জন আহত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ রোগী বহণকারী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাস সংঘর্ষে দূর্ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২ জন। মর্মান্তিক এসড়ক দূর্ঘটনাটি ঘটেছে আজ

সোমবার সন্ধার পূর্বে ঢাকা টু নওগাঁ মহাসড়কের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় এলাকার জোড়া ব্রীজ নামক স্থানে।

নিহত ৩ জন হলেন, পঞ্চগড় এর দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট এলাকার মানিক উদ্দিন এর ছেলে মশিউর রহমান (৩৯), তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান এর স্ত্রী বানু আক্তার (২২) ও একই এলাকার আব্দুল বাতেন (৪১) বলে প্রাথমিকভাবে জানাগেছে।

সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল আলম জানান, বগুড়া থেকে ঢাকাগামী রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স জোড়া ব্রিজ নামক স্থানে পৌছালে বিপরিদমুখি একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়।

এসংঘর্ষে  গূর্ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এছাড়া অ্যাম্বুলেন্স চালক সহ ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়া দূর্ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের মৃতদেহ উদ্ধার পূর্বক হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশি হেফাজতে নেওয়া হয়। সংবাদ সংগ্রহকালে আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.