” লিডার্স এর আয়োজনে শ্যামনগরে গ্রামীন নারী কৃষিমেলা ২০২৪ উদযাপন”

তমালিকা মল্লিক প্রতিবেদক ঃ  “গ্রামীণ নারীর মর্যাদাপূর্ণ জীবন গড়ি জলবায়ু পরিবর্তনের প্রভাবমোকাবেলা করিএই  প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগরে লিডার্সএর  আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনএ্যাম্বাসি অফসুইডেনের আর্থিক সহযোগিতায় গ্রামীন নারী কৃষি মেলা ২০২৪ উদযাপন করা হয়েছেবুড়িগোয়ালিনী  ইউনিয়নের আড়পাঙ্গাশিয়াপ্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ অক্টোবর সকাল ১১ টায় গাবুরাবুড়িগোয়ালিনী  ইউনিয়নের নারীদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালিআলোচনা সভাগ্রামীণ কৃষি মেলার আয়োজন করা হয়অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেননং বুড়িগোয়ালিনীইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব হাজী নজরুলইসলামঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৌমিত্র জোয়ারদারবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা উন্নয়ন কর্মী সুমাইয়াজান্নাত, অবসর প্রাপ্ত শিক্ষক জনাব নিমাই চন্দ্র মন্ডল, সমাজসেবকজনাব দেবব্রত কুমার মন্ডল, প্রকল্প সমন্বয়কারী জনাব সুব্রতঅধিকারী, মিল অফিসার জনাব জয়দেব কুমার জোদ্দার। অনুষ্ঠানসঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা l মেলায় গাবুরাবুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীরা চারটি স্টলে তাদের উৎপাদিতপণ্য প্রদর্শন করেনএই গ্রামীন নারী কৃষি মেলায় অংশগ্রহণ করেতারা খুবই খুশি। 

Leave a Reply

Your email address will not be published.