শার্শায় দুটি বিলে সেচ বিকল্প উদ্বোধন করলেন এমপি শেখ আফিল উদ্দিন

আনিছুর রহমান, বেনাপোল যশোর প্রতিনিধি ঃ মঙ্গলবার যশোর শার্শা-১ আসনের  এমপি  নিজস্ব অর্থায়নে কায়বা ইউনিয়নের ঠ্যাঙামারি ও গোমর বিলে সেচ প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশন পূর্বক কৃষক সমাবেশ ও এমপি মহোদয় নিজে হাতে বোরো ধান রোপন করেন ।

শার্শা থেকে বারবার নির্বাচিত,জাতীয় সংসদ সদস্য,শার্শার উন্নয়নের কারিগর ডিজিটাল শার্শার রুপকার শেখ আফিল উদ্দিন। শার্শার কায়বা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শেখ আফিল উদ্দিন এমপি বলেন, আমরা কৃষি নির্ভর দেশ বাংলাদেশে বসবাস করি। তাই কৃষিতে বিপ্লব ঘটাতে হবে। কৃষি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। কারন কৃষি খাত থেকে শিল্প কলকারখানার কাচামাল উৎপাদিত হয়। তাই দেশের কৃষককে সর্বদা সহয়তা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,বিএডিসি যশোরের প্রকোশলী  মিলন হোসাইন,শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্য ইব্রাহিম খলিল,শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন,শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা,শার্শা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম,শার্শা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুল ইসলাম মন্টু,শার্শা উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নাসির উদ্দীন,বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবির বকুল,বাগ আঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক,কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.