শুক্রবার উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট ১৫তম ওয়াজ

কালের সংবাদ ডেস্কঃ উদয় সমাজ কল্যান সংস্থার ১৫ ম ওয়াজ মাহফিল ২ডিসেম্বর রোজ শুক্রবার বেলা ২টা হতে রাত ১২টা পর্যন্ত সিলেট নগরীর ৫নং ওয়াডের প্রথম গল্লীতে অনুষ্ঠিত হবে।

উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন – খাসদবীর মদনী জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতী নাসির উদ্দিন সাহেব (বি-বাড়িয়া)। তাফসির পেশ করবেন- হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব ( বাহুবলী), হযরত মাওলানা মুফতী নাসির উদ্দিন সাহেব (বি-বাড়িয়া),হযরত মাওলানা মুফতি আরিফুজ্জামান রহমানী সাহেব ( হবিগঞ্জ),হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব (চন্ডিপুরী),হযরত মাওলানা মোস্তাক আহমদ খান সাহেব (ধনুকান্দি),হরযত মাওলানা শামসুল ইসলাম হাদী সাহেব. এতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেটের সভাপতি সজিবুর রহমান রুবেল।

Leave a Reply

Your email address will not be published.