মোহাম্মদ আককাস আলী প্রডতিনিধি মহাদেবপুর : বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক, দৈনিক মহাদেবপুরের খবরের প্রকাশক ও সম্পাদক কবি মোহাম্মদ আককাস আলীর (স্কুল সার্টিফিকেটের অনুসারে ৩.৪.১৯৭০) শুভ জন্মদিন।তিনি দেশ-বিদেশের সকল বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের শুভ জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। কবি বলেন,যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের কল্যাণে লিখে যাবো এবং মানুষের ভালোবাসা নিয়েই যেন মহান রাব্বুল আলামিনের কাছে যেতে পারি এই দোয়া ও ভালোবাসার প্রার্থনা করি সবার কাছে। কবির স্ত্রীসহ এক কন্যা ও এক পুত্রের জনক। মান অভিমান এর মধ্যে দিয়েই সুখে দুখে পরিবারকে নিয়েই কবির জীবন।
ইতিমধ্যে কবি মোহাম্মদ আককাস আলীর আটটি বই প্রকাশিত হয়েছে। প্রকাশের অপেক্ষায় রয়েছে ২৫টি বই। তিনি কবিতা,গল্প,নাটক,ভ্রমণ কাহিনী, জীবন কাহিনীসহ শিশু এবং প্রবীনদের নিয়ে লেখালেখি চলমান রয়েছে। এছাড়া কবি মোহাম্মদ আককাস আলী সাংবাদিকতা পেশায় বেশ খ্যাতিও সুনাম অর্জন করেছেন যার ফসল হিসাবে তিনি বিভিন্ন দেশ সফরের যোগ্যতা অর্জন করেছেন। আবারো কবি সকল দেশ-বিদেশের বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া প্রার্থনা করেন।