শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরাই এদেশে গণতন্ত্র এনেছি-নুরুজ্জামান বিশ্বাস এমপি

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী:  আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনকালে এসব কথা বলেন পাবনা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

শনিবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় পিতা কেটে উদ্বোধন করেছেন আপনার-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সরদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম শেখের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ” শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরাই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। গণতন্ত্র আছে বলেই আজ বিরোধী দল রাজপথে মিছিল মিটিং করতে পারছে, সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে সত্য মিথ্যা সমালোচনা করছে। তারপরেও তারা বলে এদেশে গণতন্ত্র নেই। এটা হাস্যকর “।

প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার ভোট প্রার্থনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী কলেজের সাবেক ভিপি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম দাদুভাই, সাবেক ভিপি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল হক পাখি, সাবেক ভিপি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুরাদ আলি মালিথা, সাবেক ভিপি পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস দ্বারা, সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আশরাফুল আবেদীন, সাবেক জিএস জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, সাবেক জিএস স্বেচ্ছাসেবক লীগ ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায় মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা বঙ্গবন্ধু সৈনিক লীগ পাবনা জেলা শাখার আব্বায়ক জাহিদ বাবু, বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুব নেতা তৌহিদুল ইসলাম দোলন ও লক্ষ্মীপুর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ আরো অনেকে।

আলোচনা শেষে নুরুজ্জামান বিশ্বাস এমপি লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের জন্য নেতৃবৃন্দের হাতে একটি টেলিভিশন, ১টি টেবিল ও ২০ টি চেয়ার হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published.