শ্যামনগরের কাশিমাড়িতে ইউনিয়ন জলবায়ু সহনশীলফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

তমালিকা মল্লিকঃ  ২০সে ডিসেম্বর বুধবার বিকাল টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সেরবাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিকসহযোগিতায় কাশিমাড়ি ইউনিয়ন লবায়ু সহনশীল ফোরামের আয়োজনেঅর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়

লিডার্সের সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর শম্পা বিশ্বাস এর সঞ্চালনায় উক্তঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ি ইউনিয়নজলবায়ু সহনশীল ফোরামের সভাপতি জনাব মোঃ সফিকুল বারী, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতিমোঃ বাদশা আজম, সম্পাদক জনাব মোঃ আবুল হোসেন, অধিপরামর্শসম্পাদক মোঃ মুজিবর রহমান, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আলীমআল রাজী, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক সহ আরও অনেকে

সভায় পরবর্তী ছয় মাসের জন্য জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনাপ্রস্তুত করা হয়একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনত সৃষ্টির লক্ষ্যেলিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারকলিপি প্রদানস্থানীয় পর্যায়েনেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়সভায় উপস্থিতসকলে কমত পোষণ করেন যে মানুষের জীবন জীবীকা নিশ্চিত করতে হলেজাতীয় পর্যায়ের নীতি-নির্ধারনী মহলের দৃষ্টি আকর্ষণের কোন বিকল্প নেই

প্রধান অতিথি বলেনলিডার্স এর সহযোগীতায় এই এলাকাতে সার্বিকউন্নতিসহ কৃষি খাতে অনেক উন্নয়ন ঘটেছেএখানকার মানুষ স্বল্প খরচেধানবীজ, সবজি বীজজৈব সার পাওয়ার ফলে তাদে খাদ্যের দৈনিকযোগান দেওয়ার পর বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেজলবায়ু পরিবর্তিত পরিবেশে কৃষিকে শক্তিশালী করার জন্য যে অভিযোজনপ্রক্রিয়া চর্চা করার পথ লিডার্স আমাদের দেখিয়েছেন তার ফলে এলাকারমানুষ আর্থসামাজিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছে

এছাড়া সকল ধরনেরদূর্যোগকালীন সময়ে লিডার্স আমাদের পাশে থেকেছে লিডার্সের মাধ্যমেঅনেক মানুষ বিকল্প আয়ের মধ্য দিয়ে আজ স্বাবলম্বী তিনি সভায় উপস্থিতসকলকে লিডার্স এর উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আহবানজানান

Leave a Reply

Your email address will not be published.