শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাইকেল র‌্যালী ওবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরিফ, লিডার্স এম জে এফ ঃ বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনএবং এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ুসহনশীলতা নারীর ক্ষমতায়ন কর্মসূচিক্রিয়া প্রকল্পের আওতায়সোমবার সকালে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট ম্যাধ্যমিক বিদ্যালয়েআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাইকেল র‌্যালী বিতর্কপ্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়েনিতে হোক বিনিয়োগ এই স্লোগানকে সামনে রেখে এই বিতর্কপ্রতিযোগিতা সাইকেল র‌্যালীতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলারগাবুরা গোপাললক্ষী মাধ্যমিক বিদ্যালয় বুড়িগোয়ালিনী ফরেস্টমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সাইকেল র‌্যালী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনবুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী নজরুলইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্টমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আয়ুব আলী, ইউপি সদস্যজনাব রবিউল ইসলাম এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য ফতেমাবেগম।

দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে নারীদের জন্য বিনিয়োগ অপরিহার্যশিরোনামে বিতর্কের পক্ষে অবস্থান করে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিকবিদ্যালয় বিপক্ষে অবস্থান করে গাবুরা গোপাললক্ষী মাধ্যমিকবিদ্যালয়ের বিতর্ক দল। বিতর্ক সঞ্চালনা করেন লিডার্স এর প্রজেক্টকোঅর্ডিনেটর জনাব মো. আরিফুর রহমান। বিচারকের দায়িত্ব পালনকরেন, লিডার্সের মনিটরিং অফিসার জনাব মো: বেলাল হোসাইন স্কুলের শিক্ষক জনাব সুমির বিশ্বাস। বিতর্কে চ্যাম্পিয়ন হয় বুড়িগোয়ালিনীফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় একই স্কুলের শিক্ষার্থী সামিয়া আক্তার নেহাসেরা বিতার্কিক নির্বাচিত হয়।

অনুষ্ঠান শেষে বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে ফতেমা বেগম বলেন, আজকের সাইকেল র‌্যালী বিতর্ক প্রতিযোগিতা মেয়েদের জন্য অনুপ্রেরণার। আমরা লিডার্সকেধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য।

জনাব রবিউল ইসলাম বলেন, আমাদের মা বোনেদের ক্ষমতায়ন করতেহবে। তাদেরকে বাইরে বের হতে হবে। সাহসের সাথে কাজ করতে হবে।

প্রধান শিক্ষক জনাব আয়ুব আলী বলেন, আমাদের স্কুলের মেয়েরাবিতর্কে দারুণ পারফর্ম করেছে। সাইকেল র‌্যালীতে অংশগ্রহণ করেছে।আমাদের লক্ষ্য তাদেরকে দেখে মেয়েরা অনুপ্রাণিত হোক।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাজি নজরুল ইসলাম বলেন, নারীদেরকেপুরুষের পাশাপাশি সুযোগ দিতে হবে যেন তারা সমাজ নির্মাণে অংশনিতে পারে। আজকের সাইকেল র‌্যালী এই উপকূলীয় অঞ্চলেমেয়েদেরকে সাহস অনুপ্রেরণা যোগাবে।

 

Leave a Reply

Your email address will not be published.