শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনঅনুষ্ঠিত

তমালিকা মল্লিক ঃ  শ্যামনগরে বেসরকারি উন্ননয় সংস্থা লিডার্স দিনব্যাপী নারীবান্ধবআশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন-এর আয়োজন করেমোঙ্গলবার সকালে লিডার্স এর প্রধান কার্যালয়ে বুড়িগোয়ালিনীইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে ক্রিয়া প্রকল্পেরআওতায় মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসী অব সুইডেনেরসহযোগিতায় এই আয়োজন করা হয়েছে

ওরিয়েন্টশন সঞ্চালনা করেন ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মো. আরিফুর রহমানওরিয়েন্টেশন কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদানকরেন লিডার্স-এর প্রোগ্রাম ম্যানেজা : আলীম আল রাজী

ওরিয়েন্টেশন কর্মশালায় উপস্থিত সকলে নারীবান্ধব আশ্রয়কেন্দ্রব্যবস্থাপন  িশ্চিতকল্পে গ্রুপওয়ার্কের মাধ্যমে বিভিন্ন সমস্যা এবংএর প্রতিকার নির্ণয় করে উপস্থাপন করেন

পরবর্তীতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা নারীবান্ধবআশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা নিশ্চিতকরণে সম্মিলিতভাবে একটি পরিকল্পনাপ্রণয়ন করেন

কর্মশালায় বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী নজরুলইসলাম তাঁর সমাপনী বক্তব্যে বলেন, লিডার্স-এর এই উদ্যোগকে আমরাস্বাগত জানাইউপকূলবাসীর উন্নয়নেদুর্যোগ ব্যবস্থাপনায় আজকেরকর্মশালা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

কর্মশালার সমাপনীতে লিডার্স-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রণজিকুমার বর্মন, বীর মুক্তিযোদ্ধা নিরাপদ বাইন এবং প্যানেল চেয়ারম্যানজনাব আব্দুর রউফ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন

Leave a Reply

Your email address will not be published.