শ্যামনগরে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত

তমালিকা মল্লিকঃ  জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছেবেড়েছেলবণাক্ততাওলবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহবিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছেএরইপরিপ্রেক্ষিতে আজ ১৮ এপ্রিল ( ৃহস্পতিবার ) সকাল ১০ টায় জলবায়ুঝুঁকিপুর্ণ শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের কামালকা্টিগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে এবং ব্রেড ফর দ্যাওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগমাতৃস্বাস্থ্য সেবাক্যাম্প পরিচালিত হয়

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন ১১ নং পদ্মপুকুর ইউনিয়নপরিষদেরনং ওয়ার্ডের মেম্বার জনাব উত্তম মণ্ডলিশেষ স্ত্রীরোগমাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে দিন ব্যাপী সেবা দেন ডাঃ শানজানা পারভীন ( এমবিবিএস ), আরএমও, ফ্রেন্ডশিপ হাসপাতাল, মারুফা খাতুন, লিডার্সেরমেডিকেল অ্যাসিস্ট্যান্ট দীপক কুমার গাইন এছাড়া এই বিশেষ স্ত্রীরোগমাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন এন জিকর্মী অমৃত কুমারমন্ডল, ফ্রেন্ডশিপ হাসপাতাল সুপারভাইজার বিজন হালদার সহ আরোঅনেকে। 


উপকূলের নারীদের লবণ পানি পান করতে হয়, লবণ পানিতে গোসলকরতে হয়এছাড়া জীবন চালাতে উপকূলের নারীরা নদীতে মাছ ধরে এবংচিংড়ি ঘেরে শ্রমিক হিসাবে কাজ করছেফলে সারাদিন লবণ পানিতেথাকার কারনে বিভিন্ন বয়সী নারীদের স্ত্রী রোগপ্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রেবহুবিধ সমস্যা দেখা দিয়েছেএছাড়া আরো বেড়েছে চর্ম জাতীয় রোগতাছাড়া এসব নারীদের নারী সংক্রান্ত রোগের চিকিৎসা সেবা নিতে পুরুষডাক্তারের নিকট সবকিছু খুলে বলতে দ্বিধাবোধ করেনফলে সঠিকচিকিৎসা সেবা নিতে ব্যর্থ হন তাই উপকূলীয় অঞ্চলে মাতৃস্বাস্থ্য সেবানিশ্চিত করতে এবং সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে এই মেডিকেলক্যাম্পের উদ্যোগ গ্রহণ করা হয়

বক্তারা তাদের বক্তব্যে বলেন যে সরকারের পাশাপাশি লিডার্স এইসুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়িয়েছেউপকূলের নারীরা টাকার অভাবে, যাতায়াত সুবিধার অভাবে যারা বাইরে ডাক্তার দেখাতে যেতে পারেন নাতাদের ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লিডার্সের এই মহতী উদ্যোগকেসাধুবাদ জানিয়েছেনএই মেডিকেল ক্যাম্পে প্রায় ১০০ রোগীকে বিনামূল্যেপ্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ প্রদান করা হয়

Leave a Reply

Your email address will not be published.