শ্যামনগরে স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ছাত্র ছাত্রীদের সমন্বয়েসেচ্ছাসেবী দল গঠন

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগর মুন্সীগঞ্জে বেসরকারি সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফরডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ঝুঁকিপূর্ণ মানুষের জীবনজীবিকা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তনে জনগণেরসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে

২১ আগস্ট মঙ্গলবার সকাল এগারটায় দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ে ২১সদস্য বিশিষ্ট একটি স্কুল দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি এবং ২১ সদস্যবিশিষ্ট ছাত্র ছাত্রীদের সমন্বয়য়ে একটি সেচ্ছাসেবক দল গঠন করা হয়    

সিসিডিবিডিজাস্টার রেজিলয়েন্ট  এডুকেশন এন্ড কমিউনিটিজ প্রকল্পেরএর সহযোগিতায় এবং দাতা সংস্থা গ্লোবাল মিনিস্ট্রিজ এর অর্থায়নেউক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের নংওয়ার্ড এর ইউপি সদস্য স্বপন কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসাবেউপস্থিত ছিলেন দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক অনংগকুমার মন্ডল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নং ওয়ার্ড এরইউপি সদস্য বিকাশ কুমার মন্ডল, সহকারী প্রধান শিক্ষক তাপস কুমারমন্ডল, সিনিয়র শিক্ষক দুলাল চন্দ্র মন্ডল, সিনিয়র শিক্ষক জি এমরুহুল আমিন আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপকএস এম মনোয়ার হোসেন, পিসিআরসিবি প্রকল্পের উপজেলাসমন্বয়কারী সুজন বিশ্বাস, ফিল্ড সুপারভাইজার এবং ক্যাপাসিটি বিল্ডিংঅফিসার আবুল হাশেম মিয়া অন্যান্য মাঠ সংগঠক প্রমূখ

প্রধান অতিথি বলেন, আমরা দুর্যোগ প্রবণ এলাকায় বসবাস করিদুর্যোগকে মোকাবিলা করে আমরা টিকে আছি আইলা, আম্ফান, বুলবুল এর মতো দুর্যোগ আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এজন্যএই এলাকায় খাপখাইয়ে আমরা কিভাবে টিকে থাকতে পারি তারপরিকল্পনা করা প্রয়োজন মানুষকে সচেতন করতে সিসিডিবি যে প্রকল্পহাতে নিয়েছে তার জন্য সিসিডিবি কে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশকরছি

ছাত্র ছাত্রীদের নিয়ে গঠিত সেচ্ছাসেবক দলের সদস্যরা তাদের নিজদায়িক্ত সতস্ফুর্তভাবে গ্রহন করেন এবং তা পালন করবেবলে অঙ্গিকার করেন

Leave a Reply

Your email address will not be published.