সরিষাবাড়িতে তুচ্ছ ঘটনায় বাড়িতে ভাঙচুর ও প্রাণ নাশের হুমকি

আল আমিন হাসান ঃ জামালপুর সরিষাবাড়ীতে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম গ্রামের ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরিরত বাদশা মিয়ার স্ত্রী লিপি বেগমকে শনিবার দুপুরে মারধর ও প্রাণনাশের হুমকি সহ দেশীয় অস্ত্রদ্বারা বাড়ি ঘর ভাঙচুর করেছে প্রতিবেশী ।

তথ্যসূত্রে জানা যায় , লিপি বেগমের স্বামী বাদশা মিয়া ঢাকায় চাকরি করে আর ছোট ছেলেকে নিয়ে স্বামীর নিজ গ্রামের বাড়িতে বসবাস করে লিপি বেগম ।

ছোট্ট এক ঘটনা কে কেন্দ্র করে প্রতিবেশী বাদশা মিয়া ও তার মেয়ে রিতা এবং বাদশা মিয়ার নাতি নিশাত সহ গায়ে হাত তুলে লিপি বেগমের । উপরোক্ত ঘটনা এলাকাবাসী এবং স্থানীয় সকলকে জানানোর উদ্দেশ্যে বের হওয়া মাত্রই পাশাপাশি বাড়ি হওয়ায় দেশীয় অস্ত্র দ্বারা বাড়িতে হামলা করে ও ভাঙচুর করে এবং লিপি বেগমকে প্রাণনাশের হুমকি দিয়ে যায় ।

উপরোক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় এবং এলাকার অনেকেই ।

এ বিষয়ে বাদশা মিয়ার মেয়ে রিতা বেগম বলেন ছোট্ট একটি ঘটনায় লিপি বেগমের সাথে আমাদের কথা কাটাকাটি হয় ।

Leave a Reply

Your email address will not be published.