সরিষাবাড়ীতে ইউপি সদস্যকে মারধরের ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার

আল আমিন হাসান, জামালপুর : জামালপুর সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদ ভবনে ঢুকে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ মে) দুপুরে মামলার প্রধান আসামি মামুনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে ওসি বলেন, গত ১৫ মে দুপুরের দিকে ডোয়াইল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল হক তার দাপ্তরিক কাজ করছিলেন। এমন সময় আসামি মামুন পরিষদের সচিবের কক্ষে ঢুকে তাকে মারধর করে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় ওই ইউপি সদস্যকে বাদী করে তাৎক্ষণিক একটি মামলা নেওয়া হয়। এরপর সরিষাবাড়ী থানা টিম বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এক পর্যায়ে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করি। আজ দুপুরে যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.