সাপাহারে দুর্ধষ সড়ক ডাকাতী ১০লক্ষ টাকা লুট

তছলিম উদ্দীন সাপাহার, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে সন্ধা সাড়ে ৬টার দিকে দুধর্ষ একদল ডাকাত রাস্তায় প্রতিবন্ধকতা তৈরী করে এলোপাতড়ী মার পিটের পর ৫জন গরুব্যাবসায়ীর নিকট থেকে প্রায় ১০লক্ষ টাকা ছিনকাই করে নিয়েছে। বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর-কোচকুড়লিয়া রাস্তার মাইপুর ব্রিজিরে অদুরে সড়ক ডাকাতীর ঘটনাটি ঘটেছে।

আহত গরুব্যবসায়ীর নিকটতম আতœীয় স্বজনরা জানিয়েছেন আজ বুধবার চাপাই নবাবগঞ্জ জেলার সোনাই চন্ডী হাট থেকে সাপাহার উপজেলার কুচিন্দরী গ্রামের মোজাফ্ফর, কৈবত্যগ্রামের নাসির, ত্রীশূলডাঙ্গার আনোয়ার ও মাইলডাঙ্গা গ্রামের এরশাদ এবং আরশাদ ৫জন গরুব্যবসায়ী তাদের ব্যবসার গরু বিক্রয় করে ওই পথে গরু বহনকারী ভুটভুটিতে চড়ে বাসায় ফিরছিলেন। রাস্তায় গরু বব্যবসায়ীদের ভুটভুটিটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নির্জন গহীন অঞ্চলে পৌছলে পূর্ব হতে ওত পেতে থাকা একদল ডাকাত ব্রীজের উপর তাদের ভুটভুটিটি আটক করে লোহার রড, হাসুয়া বল্লম দ্বারা তাদের এলোপাতাড়ী মারপিট করতে থাকে। ডাকত দলের আক্রমনে গরু ব্যবসায়ীগন দুর্বল হয়ে পড়লে ডাকাত দল ওই ৫জনের নিকট থেকে প্রায় ১০লক্ষ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত গরু ব্যবসায়ীদের হাউমাউ চিৎকারে আশে পাশের লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসেন। গাড়ী চালক সহ মোট ৬জান আহতদের মধ্যে মোজাফ্ফর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তার মাথায় ডাকাত দলের হাসুয়ার চোট/ আঘাত লাগে। অন্যান্য আহতরা সাপাহার হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ হাসপাতালে আহত রোগীদের দেখে ডাকাত দলের সদস্যদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *