সাপাহার উপজেলার উন্নয়নের রুপকার মন্ত্রী পরিষদের সাবেক সচিব মরহুম মহবুবউজ্জামান এর স্মৃতিচারণ ও স্মরণ সভা অনুষ্ঠিত

তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সাপাহার উপজেলা উন্নয়নের রুপকার ও বরেন্দ্র অঞ্চলের সমৃদ্ধির অন্যতম পথিকৃৎ বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রি পরিষদের সচিব মরহুম এম, মহবুবউজ্জামান এর ১৬তম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৫টায় সাপাহার জিরো পয়েন্টের স্বাধিনতার মুক্ত মঞ্চে মহবুবউজ্জামান স্মৃতি পরিষদ এর আয়োজন ও পরিষদ এর সভাপতি প্রফেসর ইসমত এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় মরহুমের স্মৃতিচারণ ও স্মরণ করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, সাপাহার উপজেলা আ’মীলীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী, অধ্যক্ষ্য আব্দুননুর,চৌধুরী চানমোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ্য আ: জলিল, বর্তমান অধ্যক্ষ্য আবু এরফান, জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন, তেঘুরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ: খালেক,সংগঠনের উদিয়মান তরুন নেতা আসমান চৌধুরী প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উক্ত অনুষ্ঠানে চৌধুরী চানমোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সাপাহার উন্নয়নের অন্যতম ব্যক্তিত্ব মরহুম মহবুবউজ্জামান ১৯২৯সালের ২৫নভেম্বর জম্মগ্রহণ করেন এবং মন্ত্রীপরিষদ হতে অবসরের পর ২০০৮সালের ৩মার্চ মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published.