সিংড়ায় যৌথ বাহিনীর অভিযানে ২লক্ষ ৫০ হাজার টাকার অবৈধ জাল উচ্ছেদ

বেল্লাল হোসেন বাবু, নিজস্ব প্রতিবেদক :  নাটোরের সিংড়ায় যৌথ বাহিনীর অভিযানে ২লক্ষ ৫০ হাজার টাকার অবৈধ সুতি জাল ও অবৈধ চায়না জাল উচ্ছেদ করা হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) সকাল হতে বিকেল পর্যন্ত সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের জোরমল্লিকা, চামারী ইউনিয়নের চক লংকা স্লুইসগেট ও সামারকোল স্লুইসগেট এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও মৎস্য অফিসারের যৌথ অভিযানে অবৈধ সূতি ও চায়না জাল উচ্ছেদের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে ৫৩০ গজ অবৈধ সূতি জাল ও ১০ টি চায়না জাল কেটে দেওয়া হয়।
এসময় মাছ ধরার জন্য ড্রাম ক্যারেট বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয় ও পোনা মাছগুলো নদীতে ছেড়ে দেওয়া হয়।

জনসার্থে এধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন যৌথ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published.