সিংড়ায় হিন্দু সম্প্রদায়ের মাছ ব্যবসায়ীকে দলবদ্ধ হয়ে মারপিট ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় সুমন নামে এক হিন্দু সম্প্রদায়ের মাছ ব্যবসায়ীকে দলবদ্ধ হয়ে মারপিট করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার উঠেছে।

২৭ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের টাওয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিমা কদমা গ্রামের সুমন কুমার প্রামাণিক পিতা সুকুমার (শুকরা) সে পেশায় একজন মাছ ব্যবসায়ী। মাছ ব্যবসা সংক্রান্ত পাওনা টাকা নেওয়ার জন্য টাওয়ার বাজারে জাইদুল এর চা স্টলে অপেক্ষা করে মোট ২৯ হাজার টাকা নেয় সুমন, এমন সময় ওই এলাকার মোঃ জাইদুল (৩৭)পিতা জুব্বার, মোঃ মুনু (২৭) পিতা অজ্ঞাত সহ আরও ৮/১০ জন দলবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি দলের দাপটে মাছ ব্যবসায়ী সুমন কে মারপিট করে ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।এমন্ত অবস্থায় সুমন প্রান রক্ষার তাগিদে জঙ্গলের মধ্যে দৌড়ে গিয়ে লুকিয়ে থাকে, পরে লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে একটি বাড়িতে রেখে দেয়।এছাড়াও নিমা কদমা গ্রামের হিন্দু সম্প্রদায়ের পরিমল নামে আরও একজন কে মারপিট করেছে। তারপর থেকে হিন্দু সম্প্রদায় পরিবারের মধ্যে আতংক বিরাজ করছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিংড়া উপজেলা শাখা ও এলাকাবাসী প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত করে ছিনিয়ে টাকা উদ্ধার সহ অপরাধীদের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.