সিরাজগঞ্জে জমে থাকা পানিতে পড়ে ২ বোনের মৃত্যু

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কাজিপুরে পানিতে পড়ে নিহত দুই শিশুর স্বজনের আহাজারি।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদী থেকে তোলা বালুর স্তূপের পাশে জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।
শুক্রবার দুপুরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাজিপুর থানার ওসি নূরে আলম।
নিহতরা হলো- ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে তন্নী (৯) এবং আমিনুল সরকারের মেয়ে অনিকা আক্তার আঁখি (৯)। তারা একই বাড়িতে বসবাস করত।
নিহতদের চাচা আব্দুল বারিক বলেন, সকাল ১০টার পর থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির পাশে বালুর স্তূপের পানি থেকে হওয়া জলাবদ্ধ স্থানে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।
তন্নীর মামা জাহাঙ্গীর হোসেন রাকিব অভিযোগ করে বলেন, “ব্যবসায়ীরা যমুনা থেকে পাইপের মাধ্যমে বালু উত্তোলন করে ঘটনাস্থলে অবৈধভাবে স্তূপ করে রাখেন। ওই বালু স্তূপ থেকে পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেখানে পড়ে দুই শিশু মারা যায়।”
ওসি নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। স্বজনদের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *