সিলেট র‌্যাবে হাতে গ্রেফতার শুটার আনসার ও নাঈম

সিলেট প্রতিনিধি : সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’ আনসার  ও তার সহযোগী নাঈমকে সিলেট জেলার ওসমানীনগর থানার বড় হাজিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিলেট।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক ০৬ নভেম্বর ২০২৪ ইং (বুধবার) আনুমানিক বেলা আড়াইটার দিলে সিলেট জেলার ওসমানীনগর থানার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর সাকিনস্থ জনৈক  মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে (এসএমপি, সিলেটের শাহপরান থানার এফআইআর নং-১৫/২১২। ২৮ আগষ্ট ২০২৪ খ্রিঃ, ধারা: ১৪৩/৩৪১/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৫০৬ পেনাল কোড ১৮৬০) এর মূলে পলাতক আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় ১। আনসার আহম্মদ রাহুল (৩০), পিতা- উনাই মিয়া, সাং-সৈয়দপুর মেজরটিলা এবং ২। মোঃ আমিনুল ইসলাম নাঈম (২৩), পিতা- আলমগীর হোসেন, সাং- ইসলামপুর কলোনী মেজরটিলা, উভয় থানা- শাহপরান, জেলা- সিলেট। উল্লেখ্য যে, ১নং আসামী ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’ আনসার এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published.