সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ উপলক্ষে নাটোরে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান

নেহাল খান রাজশাহী ব্যুরো :  ‘সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে নাটোরে সার্ভিল্যান্স (নজরদারি) অভিযান পরিচালনা করা হয়েছে।
৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয় নাটোর শহরের বিভিন্ন স্থানে এই বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন
অভিযানকালে বিএসটিআই’র গুণগত মান সনদ/ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে নিম্নমানের ‘প্রোটেকটিভ হেলমেটস ফর টু হুইলার (মোটর বাইক, স্কুটার, ইলেকট্রিক ভেহিক্যালস) রাইডার্স’ এর বিক্রি-বিতরণ হতে বিরত থাকতে পরামর্শ প্রদান করা, লিফলেট বিতরণ করা হয় এবং ক্রেতাসাধারণকে বিএসটিআই এর মানচিহ্ন দেখে হেলমেট ক্রয়ে উৎসাহিত করা হয়।এক্ষেত্রে ডিলার বা বিক্রেতাকে আমদানীকারকের নিকট হতে বিএসটিআই এর লাইসেন্স বা আমদানি ছাড়পত্রের কপি সংগ্রহপূর্বক সংরক্ষণ এবং উক্ত হেলমেটে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়।
সার্ভিল্যান্স অভিযানে হেলমেট বিক্রিকারী প্রতিষ্ঠান-কানাইখালির জুম্মা অটোজ, গাংচিল অটোজ, লিটন অটোজ, সজিব মটরস, বলাড়িপাড়ার গণি অটোজ ও বড় হরিশপুরের রাইতা অটোজকে পরামর্শ প্রদান করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।
জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published.