সোমেশ্বরী নদীর ইজারা কার্যক্রম দ্রুত চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

পলাশ সাহা, দুর্গাপুর(নেত্রকোণা) প্রতিনিধি ঃ নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর বালুমহালগুলোর ইজারা কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়ে মানববন্ধন করেছে খেটে খাওয়া সাধারণ শ্রমিকরা।
বুধবার দুপুরে মহান মে দিবসের অনুষ্ঠান শেষে তারা পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে দাঁড়িয়ে প্লে কার্ড হাতে বিভিন্ন দাবি তুলে ধরে মানববন্ধন করেন।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন (খোকন সরকার),সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সরদার সহ অনেকে। এতে উপস্থিত ছিলেন বালুশ্রমিক মাজহারুল মিয়া,মো: এখলাস,আবু সাইদ,হযরত আলী,লাল মিয়া সহ শতাধিক বালু শ্রমিক।
মানববন্ধনে শ্রমিকরা বলেন,আমরা সোমেশ্বরী নদীর বালুমহালগুলোতে কাজ করে আমাদের সংসার চালাই। দীর্ঘদিন যাবত বালুমহাল বন্ধ থাকায় বর্তমানে আমরা সংসার চালাতে পারছি না। আমরা অসহায় জীবন যাপন করছি। আমাদের বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। আমাদের দু:খ দেখার কি কেউ নেই? আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যেন শীঘ্রই বালুমহাল চালুর ব্যবস্থা করেন।

Leave a Reply

Your email address will not be published.