lবদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মো, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার দিনের প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য ও সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল বেসরকারি ভবন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু ও ভাষা আন্দেঅলন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ আবু খালেদ বুলু, থানা অফিসার ইনচার্জ মো, মাহবুবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মো, আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রহিম দেওয়ান বাবলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন সুবেল সুভশ্রী চৌধুরী প্রমুখ। শেষে শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.