কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডাবলু, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ডা: আব্দুল মান্নান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল ইসলাম, সম্রাট হোসেন, মাশফি চৌধুরী অরিন, জাহিদ হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।

মতবিনিময় সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ২০২৪/২০২৫ অর্থবছরে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ৫ জন নারীর হাতে ক্ষুদ্র ঋণের চেক তুলে দেন প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমগীর, উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জামিল হোসেন, শাহেদ আহম্মেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *