জাতির নিরাপত্তা রক্ষায় তওহীদের উপর ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে টাঙ্গাইলে কর্মী সমাবেশে হেযবুত তওহীদের ইমাম

ডা. মাহাবুব আলম মাহফুজ বার্তা প্রেরকঃ হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা ঐতিহ্যবাহী করটিয়া জমিদার পন্নী পরিবারের উত্তরসূরী জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর স্মৃতিবিজড়িত জেলা টাঙ্গাইলে সংগঠনটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ৯টা থেকে দিনব্যাপি টাঙ্গাইল জেলা থেকে আগত শতশত নেতাকর্মী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। সকাল থেকেই হেযবুত তওহীদের টাঙ্গাইল জেলার সদস্য ও শুভাকাঙ্খীদের আগমনে মুখরিত হয়ে ওঠে শিল্পকলা একাডেমি চত্বর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সমাবেশে জাতীয় নিরাপত্তা রক্ষায় সমগ্র জাতিকে তওহীদের উপর ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি বলেন, “বিশ্ব আজ এক অভূতপূর্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ধর্মীয় বিভাজন, ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং অর্থনৈতিক স্বার্থের সংঘাতে গোটা মানবজাতি আজ বিপর্যস্ত। দক্ষিণ এশিয়ায় দিন দিন বাড়ছে সংঘাতের আশঙ্কা। অস্ত্র ব্যবসায় মত্ত প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠেছে। মায়ানমারে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, ভারত-পাকিস্তানের টানাপোড়েন এবং বাংলাদেশকে ঘিরে চলমান গভীর ষড়যন্ত্র -এসব মিলিয়ে দক্ষিণ এশিয়ার আকাশে অশনি সংকেত ঘনিয়ে এসেছে।”

তিনি বলেন, “বাংলাদেশেও যদি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে আমাদের পরিণতিও গাজার নিরীহ মুসলমানদের মতো ভয়াবহ হতে পারে। এই সম্ভাব্য বিপর্যয় থেকে মুক্তি পেতে হলে আমাদের একমাত্র পথ হচ্ছে- ঐক্য। ফেরকা, মাজহাব, দলাদলি ভুলে, হানাহানি ও বিভাজনের রাজনীতি পরিহার করে, কেবলমাত্র আল্লাহর হুকুমের ওপর ভিত্তি করে একটি ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে হবে। এক নেতা, এক আদর্শের নেতৃত্বে সংগঠিত জাতিই দেশকে নিরাপদ রাখতে পারবে।”

ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলদ্রিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক প্রচার সম্পাদক মশিউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, কেন্দ্রীয় নারী সম্পাদক রূফায়দাহ পন্নী, ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, ময়মনসিংহ বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার এবং টাঙ্গাইল জেলা রাজনৈতিক সম্পাদক উমর খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু। দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হেযবুত তওহীদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *