ঢাকাস্থ বন্ধু ‘৮৪, নওগাঁর গুণীজন সম্মাননা অনু‌ষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ   ঢাকায় বসবাসরত নওগাঁ জেলা থে‌কে ১৯৮৪ সা‌লে এসএস‌সি পাশ করা বন্ধু‌দের সংগঠন ঢাকাস্থ বন্ধু ‘৮৪, নওগাঁর উ‌দ্যো‌গে আজ সন্ধ‌্যায় ঢাকার স্থানীয় এক‌টি রেস্টু‌রে‌ন্টে নিছক কথোপকথন নয় শি‌রোনা‌মে এক বন্ধুসভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান আ‌য়োজন করা হয়। অনুষ্ঠা‌নে মূলত বন্ধু ‘৮৪, নওগাঁর সদস‌্যদের ম‌ধ্যে যাঁরা কর্মক্ষে‌ত্রে উ‌ল্লেখ‌যোগ‌্য সাফল‌্য অর্জন ক‌রে‌ছেন তাঁ‌দের‌কে বন্ধু‌দের পক্ষ থে‌কে শু‌ভেচ্ছা সম্মাননা দেয়ার মাধ‌্যমে সম্মা‌নিত করা হয়।

রাস্তায় প্রচুর ট্রা‌ফিক জ‌্যা‌মের কার‌ণে নির্ধা‌রিত সম‌য়ের অ‌নেক প‌রে অনুষ্ঠান শুরু হ‌লেও দীর্ঘদিন প‌রে অ‌নেক বন্ধু‌দেরকে কা‌ছে পে‌য়ে সক‌লে ছিলেন প্রাণবন্ত। একক বা গ্রুপ‌ভি‌ত্তিক ছ‌বি তোলা‌তে সক‌লেই ব‌্যস্ত সময় পার ক‌রে‌ছেন। ছোট প‌রিস‌রে বন্ধু মিলন‌মেলা যেন হ‌য়ে উ‌ঠে‌ছিল এক‌টি সাংস্কৃ‌তিক আড্ডাস্থল। ‌টে‌বি‌লে টে‌বি‌লে বু‌ফে খাওয়ার মা‌ঝে চ‌লে‌ছে বন্ধু‌দের শু‌ভেচ্ছা বক্তব‌্য, গান, আবৃ‌ত্তি ও টে‌বিল কে‌ন্দ্রিক আড্ডা।

অনুষ্ঠা‌নের মাঝ পর্যা‌য়ে সংগঠ‌নের যুগ্ম আহবায়ক ও অনুষ্ঠান সঞ্চালক আসলামুজ্জামান পলাশ বন্ধু অধ‌্যাপক ড. শাহনাজ সরকার রানু‌র হা‌তে শু‌ভেচ্ছা সম্মাননা তু‌লে দেয়ার জন‌্য ম‌ঞ্চে আহবান জানান সংগঠ‌নের আহবায়ক মোহাম্মদ শা‌ব্বির হোসাইন‌কে। সম্প্রতি রানু পাব‌লিক সা‌র্ভিস ক‌মিশ‌নে (‌পিএস‌সি) সদস‌্য হি‌সে‌বে নি‌য়োগ পে‌য়ে‌ছেন। এরপর বন্ধু আব্দুস সোবহান সেতুর হা‌তে শু‌ভেচ্ছা সম্মাননা তু‌লে দেয়া হয়। কিছু‌দিন পূ‌র্বে কর ক‌মিশনার হি‌সে‌বে পদোন্নতি পে‌য়ে ঢাকায় তাঁর পদায়ন হয়। সব‌ শে‌ষে শু‌ভেচ্ছা সম্মাননা দেয়া হয় আ‌রেক বন্ধু ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল (অবঃ) আব্দুল কা‌দের‌কে। ‌তি‌নি নির্বাচন ক‌মিশ‌নের অধী‌নে এনআই‌ডি প্রক‌ল্পে প্রকল্প প‌রিচালক হিসে‌বে কর্মরত থাকাকালীন দ্রুততম সম‌য়ে জাতীয় প‌রিচয় পত্র তৈ‌রি, ভুল সংশোধন ও বিতর‌ণের কা‌জে যে নিষ্ঠা ও সততার প‌রিচয় দি‌য়ে‌ছেন এবং নওগাঁর মানু‌ষের জন‌্য নি‌বে‌দিত প্রাণ হি‌সে‌বে সহ‌যো‌গিতা ক‌রে চ‌লে‌ছেন, তার স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা দেয়া হয়।

অধ‌্যাপক ড. শাহনাজ সরকার রানু, আব্দুস সোবহান সেতু ও ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল (অবঃ) আব্দুল কা‌দের তাঁ‌দের বক্ত‌ব্যে বন্ধু‌দের কা‌ছে থে‌কে এমন সম্মাননা পাবার জন‌্য কৃতজ্ঞতা জানান ও এ সংগঠন‌কে আরও বেগবান কর‌তে সহ‌যো‌গিতার জন‌্য প্রতিশ্রু‌তি দেন।

অনুষ্ঠা‌নে বন্ধু মির্জা ময়নুল ইসলাম পান্টু গান প‌রি‌বেশন ক‌রেন ও বন্ধু কাজী মাসুম সাকলা‌য়েন শাপলা সম্মাননাপ্রাপ্ত বন্ধু ক‌বি আব্দুস সোবহান সেতুর লেখা ক‌বিতা আবৃত্তি ক‌রেন। বক্তব‌্য রা‌খেন জনাব আ‌মিনুল ইসলাম টি‌টোন, শহীদুল ইসলাম ও কাজী মাসুম সাকলা‌য়েন শাপলা।

অনুষ্ঠা‌নের সভাপ‌তি ও সংগঠ‌নের আহবায়ক মোহাম্মদ শাব্বির হোসাইন বন্ধু‌দের‌কে আগামীতে অনু‌ষ্ঠিতব‌্য ই‌ভে‌ন্ট আ‌য়োজ‌নে স্বতঃস্ফূর্তভা‌বে অংশগ্রহ‌নের আহবান জা‌নি‌য়ে ও আজ‌কের অনুষ্ঠা‌নে উপ‌স্থিত হবার জন‌্য কৃতজ্ঞতা জা‌নি‌য়ে অনুষ্ঠা‌নের সমা‌প্তি ঘোষণা ক‌রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *