শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধি : পূরোনো বছরকে বিদায় জানিয়ে বান্দরবানের রুমায় মারমার সম্প্রদায়ের মাহা সাংগ্রাই পোয়ে-২০২৫ উৎসব উদযাপন উপলক্ষে মৈত্রী পানি বর্ষন অনুষ্ঠান শুরু হয়েছে। বর্ণিল আয়োজনে মৈত্রী পানি বর্ষণ এই অনুষ্ঠান এখন পাড়ায় পাড়ায়।
পুরনো বছরকে বিদায়ের মাধ্যমে দুঃখ কষ্ট ও গ্লানি মুছে ফেলার বিশ্বাসে এবং সর্বপ্রকার মঙ্গলের কামনায় নতুন বছরকে স্বাগত জানিয়ে এই মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানের আয়োজন করছে।
তার-ই ধারাবাহিকতায় মঙ্গলবার(১৫এপ্রিল) বেলা তিনটায় রুমা সদর ইউনিয়নের ছাইপো পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানে আয়োজন করা হয় ।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী।
এতে রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উৎসব উদযাপন কমিটি আয়োজিত দুপুরের পর থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রং-বেরংয়ের পোশাক পরিধানে নারী-পুরুষ, যুব-যুবতীরা মৈত্রী পানি বর্ষণ স্থলে উপস্থিত হতে থাকে। এতে তরুণ-তরুণীরা ব্যাপক সমাগম ঘটে ।
এছাড়াও বিভিন্ন পাড়া থেকে বিবাহিত যুবক-যুবতী সহ কিশোর কিশোরীরা এই মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
নৌকায় পানি জমিয়ে বিবাহিত ও অবিবাহিত যুব-যুবতীরা দলে দলে একে অপরে মৈত্রী পানি ছিটিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করে।
এ অনুষ্ঠানটি মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী মারমার সম্প্রদায়ের হলেও আনন্দ উপভোগ করেন – পাহাড়ি বাংগালি সকল জাতি গোষ্ঠীরর। এতে পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে এক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।
একইভাবে মাহা সাংগ্রাই পোয়ে২০২৫ উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত আজ মঙ্গলবার (১৫এপ্রিল) ক্যম্বওয়া পাড়া, পান্তলা পাড়া, পলিপ্রাংসা পাড়া, পলিকা পাড়া, ও মংশৈপ্রু পাড়া মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৬ এপ্রিল )বিকালে মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠিত হবে- রুমা সদর ইউনিয়নের বটতলীপাড়া, রুমাচর পাড়া ও ক্রা-উ-দাং পাড়া।
এছাড়াও গালেঙ্গ্যা ইউনিয়নের পূনর্বাসন পাড়া এবং পাইন্দু ইউনিয়নের চান্দা হেডম্যান পাড়ায় মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
১৭এপ্রিল কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির আয়োজনে রুমা বাজার সংলগ্নে সাঙ্গু নদীর বালুচরে সমাপনী মৈত্রী পানি বর্ষন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে -মৈত্রী পানি উৎসব।