নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেলের এম মোজাম্মেল হক সকাশে নিউইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দ

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ  গত মংগলবার ,২০ মে,নিউইয়র্কে নব নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এম মোজাম্মেল হকের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক এষ্টেট বিএনপির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন। প্রতিনিধি দলে আরও ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার, বিএনপির সিনিয়র নেতা ও সাংবাদিক আনিসুর রহমান, এ আর মাহবুবুল হক এবং শাহজাহান লিটন।

মতবিনিময়ে নবনিযুক্ত কনসাল জেনারেল জনাব হক বলেন,প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল কার্যক্রমে বাংলাদেশ কনস্যুলেট যথাযথ সেবা প্রদান নিশ্চিত করবে এবং যত দ্রুত তাদের কাজগুলি সম্পন্ন করবে ।তিনি আরো বলেন কনস্যুলেট সকল প্রবাসীদের জন্য এটি কোন গোষ্ঠী বা ব্যক্তির প্রতিষ্ঠান নয় ।তিনি দলমত নির্বিশেষে সকল প্রবাসীদের সার্বিক সহযোগিতায় কামনা করেছেন ।

পরিশেষে গোলাম ফারুক শাহীন কনসাল জেনারেল এম মোজাম্মেল হককে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *