জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, নওগাঁর নিয়ামতপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন হয়েছে।
ভূমি মেলা উপলক্ষ্যে আজ সকালে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কামরুল হাসান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।