বাংলাদেশ প্রেস ইউনিটি প্রতিবেদকঃ নিহত সাংবাদিক মেহেদীসহ সকলের পরিবারকে কমপক্ষে ২০ লক্ষ টাকা করে সহায়তা দেয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ প্রেস ইউনিটি। সংবাদকর্মী ও সংবাদমাধ্যমের দাবি বাস্তবায়নে দেশের অন্যতম গণসংগঠন বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরামুল হক গাজী, মহাসচিব চন্দন সেন পলাশ, সদস্য শান্তা ফারজানা, সোনিয়া দেওয়ান প্রীতি, আনোয়ার হোসেন ও বিমল সাহা এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের চলমান নির্মম পরিস্থিতিতে সংবাদকর্মী মেহেদী হাসান, তুরাবসহ যারা সংবাদ সংগ্রহকালে নিহত হয়েছেন, তাদের পরিবারকে কমপক্ষে ২০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের আহবান জানাচ্ছি। পাশাপাশি শত শত আহত সংবাদকর্মীর সুচিকিৎসা সরকারি অর্থায়নে করারও জোর দাবি জানাচ্ছি। একই সাথে এই সংবাদকর্মীদের হত্যাকাণ্ডের সাথে জড়িদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান রইলো। উল্লেখ্য, গত ৩ মে বিশ^ গণমাধ্যম দিবসে আনুষ্ঠানিকভাবে অনলাইন প্রেস ইউনিটির নাম ‘বাংলাদেশ প্রেস ইউনিটি’ হিসেবে ঘোষণা করা হয়। সংগঠনটি ২০০৯ সালের ২৩ জুন আত্মপ্রকাশ করেছিলো।