পত্নীতলায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম  গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবি’তে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বাদ আসর হেফাজতে ইসলাম বাংলাদেশ, থানা শাখার আয়োজিত উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর পত্নীতলা থানা শাখার সভাপতি মাও. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উপজেলা সেক্রেটারী মুফতি মুস্তাফিজ রশিদী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মুফতি মুস্তাফিজুর রহমান, ক্বারী ফজলুর রহমান, মাও. আবু হানিফ তজী, মাও. সাব্বির আহমাদ, মাও. রবিউল ইসলাম, মাও. জোবায়ের হোসেন, মাও. রুহুল আমিন, মাও. আব্দুস ছালাম, মাও. আরমান হোসেন, প্রভাষক দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী হওয়ার কারণে তা বাতিল করতে হবে। ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ করতে হবে। তা না হলে ইসলাম ধর্মপ্রিয় মুসল্লী গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তখন, আন্দোলন বন্ধ করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *