পেঁয়াজের ঝাঁজ কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে দুশ্চিন্তায় চাষীরা

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর :
পেঁয়াজের ঝাঁজ কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে বরেন্দ্র অঞ্চলের চাষীরা দুশ্চিন্তায় রয়েছে। জ্বালানি তেল, রাসায়নিক সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের দাম বেড়েলেও সে অনুপাতে দাম বাড়েনি কৃষকের উৎপাদিত পেঁয়াজের।
হঠাৎ পেঁয়াজের দামপতনে দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা। জেলা ও উপজেলার বিভিন্ন বাজারগুলোতে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি দরে।
গত কয়েক বছর ধরে পেঁয়াজের দাম ভালো পাওয়ায় এ বছর প্রান্তিক কৃষকেরা গত এক যুগের মধ্যে এ প্রথম লক্ষ্যমাত্রার দ্বিগুণ পেঁয়াজ চাষ করেছেন। নতুন পেঁয়াজ ওঠার পর জেলার বাজারগুলোতে দাম অর্ধেকের নিচে নেমে এসেছে। ফলে, নায্যমূল্যে না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলার পেঁয়াজ চাষি।
গত কয়েক সপ্তাহ আগেও বাজারে পেঁয়াজ ৮০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। গত কয়েকদিন ধরে পেঁয়াজের অব্যাহত দরপতন হয়েছে। জেলার খুচরা বাজারগুলোতে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি দরে।
পেঁয়াজ চাষিদের আবেদন, বিদেশ থেকে আমদানি বন্ধ করে দেশীয় পেঁয়াজের ন্যায্য মূল্যে নিশ্চিত না করলে আগ্রহ হারিয়ে ফেলবে চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে এ’অঞ্চলে প্রায় ৭ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। গত মৌসুমে ভালো দাম ফলন ভালো পাওয়ায় এ বছর চাষিরা কোমর বেঁধে পেঁয়াজ চাষ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *