মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফোকলো বিভাগের এ্যাসোসেট প্রফেসার ড.কবি আমিরুল ইসলাম কনক বলেছেন,বই হোক প্রতিটি মানুষের জীবন সঙ্গী। বই পড়ুয়ারা আলোর পথ খুঁজে। অন্ধকারের মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসে এবং সমাজ সংস্কারে তারা কাজ করে। তারা কখনোই বিপথগামীদের পথ ধরে না। বৃহস্পতিবার (২৪এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাঁর অফিস কক্ষে তিনি বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলীর সাথে আলাপচারিতায় উপরোক্ত কথাগুলো বলেন। এসময় কবি মোহাম্মদ আককাস আলী তাঁর ৮ম আবিষ্কার “দুই বাংলার কাব্যগাঁথাও গল্পকথা” বইটি কবি ড.আমিরুল ইসলাম এর হাতে তুলে দেন। এ সময় ওই ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী ও রাজশাহীর বিখ্যাত সাংবাদিক আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।