মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

জাকির হোসেন নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের গাংগোর (সূরুজ পুকুরিয়া ও পীর পুকুরিয়ার গ্রামবাসী।
উপজেলার পীরপুকুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে জালাল উদ্দীন গাংগোর (সূরু পুকুরিয়া) গ্রামের প্রায় ৪২ জনের বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রতিবাদে আজ রবিবার (৪ মে) বেলা ১২ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে ধীরেন, জহিরুল, রহিমা জানায়,  আমাদের গ্রামের নিরীহ প্রায় ৪২ জন পুরুষ এবং  মহিলার বিরুদ্ধে বিভিন্ন সময় রাস্তা দখল, মাছ মেরে নেওয়া  সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির স্বীকার করছেন জালাল উদ্দীন।
এছাড়াও পুকুরের কাগজ নকল করে এলাকার পুকুর দখলবাজী করে এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষকে মামলা দিয়ে হয়রানি করে আসছে তিনি। এঘটনায় অনতিবিলম্বে জালাল উদ্দীনকে
গ্রেফতারের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (কর্মকর্তা) বরাবর স্মারকলিপি প্রদান করে গাংগোর (সূরুজ পুকুরিয়া ও পীরপুকুরিয়ার গ্রামবাসী।
এ বিষয়ে জালাল উদ্দীনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে ফোন কেটে দেন রিসিভ করেন না। এ কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়ে উঠেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *