যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে লিখে যাবো–কবি মোহাম্মদ আককাস আলী.

মোহাম্মদ আককাস আলী  প্রতিনিধি মহাদেবপুর: বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলী বলেছেন, যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে লিখে যাবো। অন্ধকারে থাকা অমানুষগুলোকে আলোর পথে ফিরে আনবো। তিনি বলেন,বই পড়ুয়ারা কখনোই সমাজ তথা মানুষের ক্ষতি করতে পারেনা। বই পড়লে যেমন জ্ঞান বৃদ্ধি হয় তেমনি আত্মার ময়লাও দূর হয়। প্রতিদিন তিনি তাঁর লিখা বই স্কুল-কলেজের ছাত্র ছাত্রীসহ বিভিন্ন পাঠকের হাতে বিনামূল্যে তুলে দিচ্ছেন। আলোকিত মানুষ হতে হলে বই পড়ার কোন বিকল্প নেই। তিনি বইসহ বিভিন্ন কিতাব পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি রোববার (২৩ মার্চ) বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এস,এম জাকারিয়া হোসেন এবং সাদা মনের মানুষ (বই পড়ুয়া)ডেন্টিস ইমরুলের হাতে”দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা বইটি তুলে দেন। ওই সময় কবি  আলাপচারিতায় উপরোক্ত কথাগুলো বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *