পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা।সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে।সিসিডিবি–এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নেরলক্ষ্যে কাজ করছে।
সেই লক্ষ্যে ১২ ও ১৩ মে শ্যামনগর উপজেলারমুন্সিগঞ্জে সিসিডিবি–এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের১০ জন নারী সদস্য, ৫ টি ইউনিয়ন পরিষদের সদস্যও ৫ জন জেন্ডার নেটওয়ার্ক গুরুপের সদস্যদের ২ দিনব্যাপী জেন্ডার সংবেদনশীল প্রশিক্ষণের আয়োজন করাহয়। আজ বিকাল ৪ টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনীইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাজীনজরুল ইসলাম। প্যানেল চেয়ারম্যান আব্দুল রউফগাজী, সচিব রিয়াজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেনএনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী ওএনগেজ প্রকল্পের কর্মীবৃন্দ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকবলেন, সিসিডিবি এনগেজ প্রকল্প মাঠ পর্যায়ে জেন্ডারবাজেটিং নিয়ে কাজ করছে এটা খুবই প্রশংসনীয়।তিনি জেন্ডার বাজেটিং কি সেই বিষয়ে আলোচনা করেন।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদরিয়াজুল ইসলাম তার বক্তব্যে বলেন, ২০ বছরের নিচেযদি কোন মায়ের বয়স হয় তাহলে তার সন্তানের জন্মনিবন্ধন হবে না। তিনি আরো বলেন, ডিসি অফিসে যেমিটিং হয় আমরা যদি সেখানে বিষয়টা উপস্থাপনকরতে পারি এবং তারা মন্ত্রণালয়ে জানায় তাহলেবাজেট জেন্ডার সংবেদনশীল করা সম্ভব।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুলইসলাম সমাপনী বক্তব্যে বলেন, সিসিডিবি এনগেজপ্রকল্প আপনাদের দুইদিন ব্যাপী যে প্রশিক্ষণ দিয়েছে তাযদি আপনারা ভালোভাবে বুঝে এবং কাজে লাগাতেপারেন তাহলে প্রশিক্ষণ দেওয়া সার্থক হবে।