“গোলক ধাঁধায়“-কবি আজিমুর রহমান

কবি- আজিমুর রহমান

[গোলক ধাঁধায়]
**************

ঢাকা শহর দেখতে এসে,
পড়ছি গোলক ধাঁধায়।
চলতে পথে হোঁচট লাগে,
পড়ছি অনেক বাঁধায়।

মতিঝিলের নাইরে মতি,
শুধুই ইটের পরে ইট।
সেথাই দেখি বাস করে ভাই,
শুধুই মানুষ নামের কীট।

যন্ত্র মাফিক ঘুরছে সবাই,
আজব শহর ঢাকায়।
শান্তিবাগ আর শান্তিনগর,
অশান্তিতে ভরা।

আরামবাগে নাইরে আরাম, ব্যথায় অশ্রু ঝরায়।
মালিবাগে নাইরে মালি,
বাগান বাড়ী নাই।

রাজারবাগে রাজা কোথায়,
ভাবছি বসে তাই।
ধানমন্ডিতেও ধান ফলে না,
ভরছে দালান কোঠায়।

তাই ভাবছি গ্রামে যাবো,
কে আমায় ঠেকায় ?

Leave a Reply

Your email address will not be published.