বিরামপুর থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ চুরির মালামাল উদ্ধার

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: গত ০২ জুলাই ২০২৩ইং রোজ রবিবার রাত্রি অনুমান ০১ঃ৩০ ঘটিকার সময় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৭ জুন ২০২৩ইং তারিখ দিবাগত রাত্রীতে বিরামপুর পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের অর্ন্তগত অবসর মোড়স্থ “মেসার্স সাহাবুল টেলিকম এন্ড ফটোষ্ট্যাট” নামক দোকানের টিনের চালা কেটে দোকান ঘর থেকে চুরি করা বিভিন্ন মূল্যমানের ৭০ টি মোবাইল, একটি এইচপি ল্যাপটপ, নগদ ক্যাশ ৮০,০০০/- টাকা, ২৫,০০০/- টাকা মূল্যমানের মিনিট কার্ড/ব্যালেন্স কার্ড, ১৫,০০০/- টাকা মূল্যমানের অন্যান্য মালামালের মধ্যে ঘটনাস্থল সংলগ্ন পার্শ্ববর্তী দোকান হতে ২৯ টি বিভিন্ন মূল্যমানের চোরাই মোবাইল, চোরাই এইচপি ল্যাপটপ একটি, টিনের চালা কাটার ব্যবহৃত যন্ত্র ও চোরাই মালামাল রাখার কাপড়ের ব্যাগ একটি উদ্ধার করা হয়েছে। চোরাই মালামাল উদ্ধার হওয়া দোকানঘরের মালিক (সন্দেহভাজন চোর) পলাতক আছে। ঘটনার সাথে জড়িত চোর ও অন্যান্য চোরাইমাল উদ্ধারের জোর তৎপরতা অব্যাহত আছে। এই ঘটনা সংক্রান্তে বিরামপুর থানার , মামলা নং-০১ , তাং-০২/০৭/২০২৩ খ্রিঃ, ধারা-457/461 The Penal Code, 1860 রুজু হয়েছে। উদ্ধারকারী এসআই/মোঃ তুহিন বাবু ও সঙ্গীয় অফিসার ফোর্স।

অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত এর সঙ্গে কথা বলে জানায় অবশিষ্ট মালামাল উদ্ধার সহ চুরির সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে থাকবে।

Leave a Reply

Your email address will not be published.