ডেঙ্গুই আক্রান্ত ও মৃত্যু

কালের সংবাদ ডেস্কঃ গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮২০ জন নতুন রোগী হাসপাতালগুলোতে ভর্তি হন। এর আগে গত ৪ঠা জুলাই একদিনে সর্বোচ্চ ৬৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে।

Leave a Reply

Your email address will not be published.