বিএনপি এখন পিঠ বাঁচাতে আন্দোলন করছে কুষ্টিয়ায় ইনু

মোঃ সহিদুল ইসলাম (মুকুল), রিপোর্টার কুষ্টিয়াঃ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল নামক টিকটিকি পাড়া মুন্সি পাড়ার ধার দিয়ে পদ্মা নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার শুভ উদ্বোধন করেন জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি

হাসানুল হক ইনু।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্রের জন্য নয় বিএনপি এখন তাদের পিঠ বাঁচাতে আন্দোলন করছে।
দণ্ডিত দুর্নীতিবাজ সন্ত্রাসী নেতা-নেত্রীকে নিঃস্বার্থে বের করে আনায় তাদের লক্ষ্য।

নির্বাচন নিয়ে মাথা না ঘামিয়ে তারা সংবিধান বদল করে নির্বাচনের আগেই সরকার উৎখাত করতে চায়। কোন অবস্থাতেই সংবিধান বানচাল করতে দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল সহ জাসদের বিভিন্ন নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published.