বদলগাছীতে লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস!

বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ করার পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

১২ই জুলাই বুধবার উপজেলার সাতগাছী আবাদপুর বিলে অভিযান চালিয়ে ৩০ টি অবৈধ চায়না দুয়ারি জাল – রিং জাল,কারেন্ট জাল,চট জাল বা মশারি জাল জব্দ করা হয় হয়।

জব্দ কৃত ৫হাজার মিটার অবৈধ জালের আনুমানিক মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা। জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলার কিছু অসাধু জেলেরা অবৈধ এসব জাল দিয়ে ছোট ছোট পোনা মাছ ধ্বংস করে। ছোট মাছ এবং পোনা মাছ এভাবে ধ্বংস করলে এ বিলে ভবিষ্যতে হয়তো কোন মাছ পাওয়া যাবে না।তাই উপজেলা মৎস্য দপ্তরের চৌকস সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো:আব্দুস সালাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।উপজেলা নির্বাহী অফিসার
,বদলগাছী নওগাঁ এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান/মোবাইল কোর্ট পরিচালনা হয়। অভিযানে বদলগাছী থানা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা প্রদানে সহযোগিতা করেন। উল্লেখ্য যে,উক্ত বিলে উপজেলা মৎস্য দপ্তর,বদলগাছী ২০২২-২৩ অর্থবছরে বিল নার্সারি কার্যক্রম বাস্তবায়ন করে।সেখানে প্রায় ২ লক্ষ পোনা মুক্ত করে দেওয়া হয়।মাছ গুলো বড় হলে সেখানকার আশ্রয়নের মানুষজন ও অন্যান্য জনগণের আমিষের চাহিদা পূরণসহ আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে।

 

Leave a Reply

Your email address will not be published.