রাজসিপিএসসি থেকে বুয়েট মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ফাতেমা আক্তার মাহমুদ ইভা, বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ
১৭ জুলাই সোমবার আজ বেলা সাড়ে ১২ টায় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে চান্সপ্রাপ্ত এসকল শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

বুয়েটসহ দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

এ বছর ২০২২-২৩ শিক্ষাবর্ষে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজব থেকে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বুয়েটসহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ২০ জন, বিভিন্ন মেডিকেল কলেজে ৮ জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩২ জন ভর্তি হওয়ার সুযোগ পেযেছেন।

এসময় বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানপত্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ রেজাউল করিম। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাএবং প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শুরুতে অনুষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাঠ করেন মানপত্র প্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী সেনাম উল তাহমিদ। এরপর অধ্যক্ষ কৃতী শিক্ষার্থীদের মানপত্র প্রদান করেন । মানপত্র প্রদানের পর দোয়া পাঠের আয়োজন করা হয়। দোয়া পাঠ শেষে শিক্ষার্থীদের মধ্যে থেকে চান্সপ্রাপ্ত দুইজন শিক্ষার্থী মঞ্চে এসে তাদের অনুভূতি ব্যক্ত করেন। বর্তমানে দেশের অধিকাংশ জনসংখ্যাই তরুণ, তাই দেশের মূল তরুণদেরকেই চালিকাশক্তি হয়ে দেশের বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।” এছাড়া শিক্ষার্থীদের দক্ষনিজেদের প্রস্তুত করে সুশিক্ষিত জনশক্তি হিসেবে মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।শিক্ষকদের মধ্য থেকে নবম-দশম শ্রেণির কো-অর্ডিনেটর ও কলেজ শাখার কো-অর্ডিনেটর শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা অগ্রজ, আশা করি তোমাদের দেখে অনুজরাও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে। তোমাদেরকে উচ্চ শিক্ষায় দক্ষ করে ও গড়ে নিজেকে যোগ্য করে তুলতে হবে । এই যোগ্য ও দক্ষ হওয়ার জন্য আগামী দিনগুলিতে তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। পরিকল্পনা অনুযায়ী সময়ের নিজেকে চাহিদা সামনে রেখে যোগ্য করতে হবে, দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের প্রয়োজনে। এছাড়া শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের প্রস্তুত করে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। অধ্যক্ষকের বক্তব্যের পরে সাংস্কৃতিক কর্মসূচি একটি স্বল্পদৈর্ঘ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.