বগুড়ায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ২৬ বছর পর গ্রেফতার র‍্যাব-১২

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার: বগুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ২৬ বছর পর গ্রেফতার করেছেন র‍্যাব- ১২।

বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার আমতলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি শিবগঞ্জের শাহের আলীর ছেলে সাইফুল ইসলাম (৬০)।

র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,১৯৯৭ সালে এক রিকশাচালক কে হত্যা করে তার রিক্সা চুরি করেছিলেন।দায়েরকৃত হত্যা মামলায় ২ নং আসামি ছিলেন সাইফুল ইসলাম। এরপর ২০০২ সালে এই হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। হত্যাকাণ্ডের পর থেকেই সে পলাতক এবং ঢাকা-সিলেটে রিকশা চালিয়ে পরিচয় গোপন করে ছিলেন পলাতক ছিলেন।

মাঝে মাঝে তিনি তার বাড়িতে খুব অল্প সময়ের জন্য আসতেন এবং আত্মগোপনে চলে যেতেন ।পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান সাজা থেকে বাঁচতে সাইফুল ইসলাম নিজেকে আত্মগোপনে রেখেছিলেন দীর্ঘ ২৬ বছর। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শিবগঞ্জ তাকে থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published.