লালমনিরহাটে জনসাধারণের চিকিৎসায় নিবেদিত প্রাণ ডা. কাওছার আহমেদের উদ্যোগে বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আবু নাসের সিদ্দিক তুহিন ,লালমনিরহাটঃহাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. কাওছার আহমেদ এর উদ্যোগে বিজয়ের মাসকে সামনে রেখে গত ১৪ ডিসেম্বর তার নিজ জন্মস্থান লালমনিরহাট জোলার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার ফুটবল খেলার মাঠে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পরিচালনায় এবং স্থানীয় বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক সংগঠনের সার্বিক সহোযোগিতায় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জোলার সাবেক সিভিল সার্জন ডা. কাশেম আলী। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. জাকির হোসেন, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও সাবেক অধ্যক্ষ রংপুর মেডিকেল কলেজ। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শাহ মোঃ সারোয়ার জাহান। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এডভোকেট ময়জুল ইসলাম ময়েজ, সভাপতি, ডায়াবেটিস সমিতি হাসপাতাল,লালমনিরহাট। এছাড়াও বক্তব্য রাখেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন লালমনিরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রভাষক মোঃ তাজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেন্দ্রনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল। উক্ত হেল্থক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহ মোহাম্মদ সরোয়ার জাহান, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন জুয়েল, মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাফিউজ্জামান শাফি, বিশিষ্ট রিউম্যাটোলজিস্ট ডা. তৌহিদুল ইসলাম তুহিন।

এছাড়াও চিকিৎসা সেবা দিয়েছেন ডা. কমল রায়,ডা. মলয় কান্তি রায়, ডা. এ কিউ এম মনজুরুল হাসান, ডা. মোঃ একরামুল হক, ডা. মোঃ লামিম প্রামানিক, ডা. আব্দুল আলীম, ডা.মোঃ রিদওয়ানুল ইসলাম, ডা. উৎপল শর্মা প্রমুখ। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সহস্রাধিক রোগী উক্ত হেলথ ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। উল্লেখ্য আয়োজন শেষে ডা. কাওছার আহমেদ জানান আগামীতে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিবছর এ অঞ্চলে নিয়মিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published.