সিপিএল এর দ্বিতীয় ম্যাচে এমবিএল স্ট্রাইকার্স এর জয়

নিজস্ব প্রতিনিধিঃ সিপিএল এর দ্বিতীয় ম্যাচে এবং নিজেদের প্রথম ম্যাচে এমবিএল স্ট্রাইকার্স রেনেগেড রেঞ্জার্সের বিপক্ষে ৭৫ রানের জয় পায়।

প্রথমে রেনেগেড রেঞ্জার্স টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। এমবিএল স্ট্রাইকার্স ব্যাটিংয়ে নেমে নিপু এবং মজুমদার মিনারের ব্যাটিংয়ে ৫৫ রানের জুটি করে তোলেন। এরপর ৫৭ রানের মধ্যে দ্রুত ৩ টি উইকেটের পতন ঘটলে দলের হাল ধরেন সিয়াম মাহমুদ এবং ইকবাল পারভেজ খান। ইকবাল পারভেজ খানের ২২, সিয়ামের ৩২, ফয়সালের ২৩ এবং নজরুল ইসলাম সুজনের ২৭ রানের উপর ভর করে এমবিএল স্ট্রাইকার্স ১৯২ রান তোলে। রেনেগেড রেঞ্জার্সের আনসারী এবং মুরাদের বোলিং নৈপুণ্যে এমবিএল স্ট্রাইকার্স ১৯২ রানে অলআউট হয়। ৩টি করে উইকেট পান আনসারী এবং মুরাদ।

মধ্যাহ্নবিরতিতে বৃষ্টি নামায় কিছুক্ষণের জন্য খেলায় স্থগিত থাকে। বৃষ্টি থেমে গেলে পুনরায় খেলা শুরু হয়।

১৯৩ রানের টার্গেটে খেলতে নেমে রেনেগেড রেঞ্জার্স শুরুতেই বিপদের সম্মুখীন হয়। ১৭ রানের মধ্যে আউট হন হাকিম, অন্তু এবং রিজওয়ান। পরবর্তীতে আনসারী এবং শাহীন কিছুটা হাল ধরেন। কিন্তু সিয়াম, সুজন এবং ফয়সালের বোলিং এর তোপে নিয়মিত বিরতিতে রেনেগেড রেঞ্জার্স উইকেট হারায়; ফলস্রুতিতে ২৯.৫ ওভারে রানে অল আউট হয়। এমবিএল স্ট্রাইকার্স ৭৫ রানের বিশাল জয় পায়।

নজরুল ইসলাম সুজন অনবদ্য ২৭ রান এবং ৭ ওভার ১২ রান দিয়ে ২ উইকেটের অলরাউণ্ড নৈপুণ্যে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

নিয়মিত খেলার আপডেট পেতে চোখ রাখুন কালের সংবাদ এবং কে. বাংলে টিভি তে।

Leave a Reply

Your email address will not be published.