বৃষ্টি বিঘ্নত ম্যাচে ১০-১২ ক্রিকেটার্স জয়ী

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল শুক্রবার ১১ আগস্ট সিএপিএল এর তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় এলক্যাব এবং ১০-১২ ক্রিকেটার্স।

সকালে সুন্দর আবহাওয়ায় তেঘরিয়া, বেতকার প্রফেসর হামিদুর রহমান স্টেডিয়ামে বল গড়ায় সিএপিএলে তৃতীয় ম্যাচের। ঠান্ডা আবহাওয়ায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এলক্যাব এর অধিনায়ক চঞ্চল মুখার্জি। শুরুতেই তারা রক্ষণাত্মক ব্যাটিং শুরু করেন। ফলস্রুতিতে ৯ ওভারের মধ্যে ওপেনার নজরুল এবং কিশোর আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়েন। অভিজ্ঞ চঞ্চল মুখার্জি এবং খালেস দলের হাল ধরেন। ১০-১২ ক্রিকেটের বলেন তাণ্ডবে ১৭তম ওভারে ৪১ রানের মধ্যে ৪ উইকেট হারান। আউট হন চঞ্চল এবং খালেস। এর মধ্যে বৃষ্টি হানা দিলে বন্ধ হয়ে যায়।

এরপর বিসিবির আম্পায়ারদের সিদ্ধান্ত খেলা ৪০ ওভার থেকে কমে ২২ ওভারে নিয়ে আসা হয়। পুনরায় খেলা শুরু হলে এবং শফিক এবং ফয়সালের মারকুটে ব্যাটিংয়ে ৬ উইকেটে ১০৮ রান করে এলক্যাব।

আবির, হাবিব, জয় এবং রাসেল ১টি করে উইকেট নেন।

১০৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১০-১২ ক্রিকেটার চতুর্থ ওভারের মধ্যে ১৭ রানের ২ ওপেনারের উইকেট হারায়। রনি খান ১৭ বলে ২১ রান করে রিটায়ার্ড হার্ট হন। এরপর রাশেদ, জয় এবং হাবিব দলকে জয়ের মুখ দেখান।

একটি করে উইকেট নেন আরমান, মুরাদ, কিশোর এবং সাদ্দাম।

হাবিব আহমেদ অল রাউন্ড নৈপুণ্যে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

প্রতিনিয়ত খেলার আপডেট পেতে চোখ রাখুন কালের সংবাদে।

Leave a Reply

Your email address will not be published.