“বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না”- মাননীয় প্রধানমন্ত্রীর এ স্বপ্ন আজ বাস্তব রুপ পেয়েছে

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলায়। এ জেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পযায়ের (২য় ধাপে) মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আজ গৃহ উদ্বোধন ও উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্যবৃন্দ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর বিভাগ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্হানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপকারভোগী ও স্হানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আজ ৪৯৪টি ঘর উদ্বোধন ও হস্তান্তরের মাধ্যমে দিনাজপুর জেলায় ১৩২৪০টি ক-শ্রেনির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে এবং এর মাধ্যমে দিনাজপুর জেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের খন্ডচিত্র।

Leave a Reply

Your email address will not be published.